ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চালের বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসিদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
চালের বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসিদের

ঢাকা: চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (১৪ আগস্ট) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে একথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

চালের দাম বাড়ার কারণ নিয়ে মন্ত্রী বলেন, এখন দুইটা সিজনের সন্ধিক্ষণ। বোরো চলে গেছে, আমন আসবে। অনেক জায়গায় খরার কারণে মানুষে আমন লাগানোর বিষয়ে ভয়ভীতিতে আছে। তার সাথে পরিবহন খরচও বেড়েছে।

তিনি আরও বলেন, পরিবহন খরচ যেটা বেড়েছে সে হিসেবে চালের দাম বাড়েনি। তার চেয়ে বেশি বেড়েছে। সেখানে আবার অসাধু ব্যবসায়ী আছে, এটা পরিষ্কার। সে কারণে মনিটর করবো। অবৈধ মজুদ আছে কিনা সে ব্যাপারে নিয়মিত মনিটরিং আছে। আরও মনিটর জোরদারে আমাদের সিদ্ধান্ত হয়েছে।

কিছু অসাধু ব্যবসায়ীর কারণে চালের দাম বেড়েছে, সেক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আমরা ভোক্তা অধিকারকে মাঠে নামতে বলেছি। আমাদের মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে পাঁচটি মনিটরিং কমিটি হয়েছে। জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন বাজারদর মনিটর করে।

কোথাও যদি কোনো অবৈধ ধান বা চাল মজুদ থাকে সরকারের যে ক্রাশ প্রোগ্রাম আছে, সেটি চলবে বলেও জানান খাদ্যমন্ত্রী।

বাংলাদেশ সময় : ১৪৩৫ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০২২
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad