ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যু, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যু, আহত ২ প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ঘরের বেড়া মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রশিদ (৩৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন।

শনিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত রশিদ খানপাড়া গ্রামের সিক্কু আলীর ছেলে। আহতরা হলেন- আকরাম হোসেন ও মজিবর রহমান।

জানা গেছে, রশিদ ও তার সহযোগী আকরাম একই গ্রামের মজিবর রহমানের ঘর মেরামত করতে যান। বিকেলে মজিবরের ঘরের বেড়া মেরামত করার জন্য খুলতে গেলে সেখানে থাকা লিকেজ তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুরের মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহযোগী আকরাম ও ঘর মালিক মজিবর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বাংলানিউজকে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।