ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

দোকানে প্রিন্টিং প্লেটের বান্ডিল পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
দোকানে প্রিন্টিং প্লেটের বান্ডিল পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর পুরানা পল্টনে গ্রাফিক্স মেলা নামে একটি দোকানে প্রিন্টিং প্লেটের বান্ডিল পড়ে আবদুর রহিম (৩০) নামে একজন মারা গেছেন। তিনি ওই দোকানে শ্রমিক হিসেব কাজ করছিলেন।

শনিবার (১২ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচিত রিপন নামে এক ব্যক্তি জানান, আমরা ওই এলাকায় বিভিন্ন দোকানের সামনে সব সময় থাকি। লেবার হিসেবে কাজ করি। গ্রাফিক্স মেলা নামের ওই দোকানে নতুন মালামাল আসছে, এ জন্য সেখানের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিলাম। এমন সময় দোকানে থাকা সারিবদ্ধ প্রিন্টিং প্লেটের বান্ডিল আব্দুর রহিমের ওপরে পড়ে। এতে সে গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

তবে, নিহতের বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি এই সহকর্মী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে  রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।