ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
বগুড়ায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু 

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় জিসান (১২) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে জিসানের মরদেহ নিয়ে কাহালু থানায় এসে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা নাসিমা বেগম।

মৃত জিসান ওই উপজেলার বরংগাশনি গ্রামের দক্ষিণপাড়ার আব্দুর রহিমের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে জিসান বাড়ির বাইরে যায়। দুপুরে এক বাকপ্রতিবন্ধী ইশরায় জিসানের মা নাসিমাকে দেখিয়ে দেয় ওই বাঁশঝাড়। সেখানে গিয়ে তিনি দেখেন গলায় রশি দিয়ে ফাঁস লাগানো জিসানের মরদেহ মাটিতে পড়ে আছে। এ সময় তার চিৎকার শুনে গ্রামের লোকজন জিসানকে উদ্ধার করে প্রথমে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জিসানের মা তার ছেলের মরদেহটি থানায় নিয়ে পুলিশকে অবগত করেন। পরে বিষয়টি তদন্তে ঘটনাস্থলে যায় পুলিশ।

এদিকে জিসানের মায়ের ধারণা, তার সন্তানকে দুষ্কৃতকারীরা ফাঁস দিয়ে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে দিয়ে গেছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।