ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া শহরের একাংশে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
ব্রাহ্মণবাড়িয়া শহরের একাংশে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশে গ্যাস সরবরাহের লাইনে লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে শহরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের পুনিয়াউট এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় লোকজন জানান, কয়েকদিন ধরে মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ চলছে। শনিবার দুপুরের দিকে নতুন খুঁটিতে ঝুলন্ত তারের সংঘর্ষ হয়ে আগুনের ফুলকি মাটিতে পড়ে। এতে লিকেজ থাকা গ্যাস সরবরাহের পাইপে আগুন ধরে যায়। মুহূর্তে আগুনের চাপ বাড়তে থাকে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, বৈদ্যুতিক খুঁটি বসানোর সময় গ্যাস লাইনটি লিকেজ হয়েছে। পরে গ্যাস ফিল্ডের লোকজন সংযোগ বন্ধ করলে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘাটুরা থেকে পুনিয়াউট পর্যন্ত গ্যাস সংযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। লাইন সংস্কারের পর পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।