ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিয়ে নিবন্ধনের সময় ভুয়া কাজী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
বিয়ে নিবন্ধনের সময় ভুয়া কাজী গ্রেফতার মো. আব্দুস সালাম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের আসরে নিবন্ধনের সময় মো. আব্দুস সালাম (৪২) নামে এক ভুয়া কাজীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১৩ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) রাতে ওই উপজেলার পশ্চিম মহেশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।  

গ্রেফতার সালাম একই উপজেলার উধুনিয়া ইউনিয়নের ফাজিল নগর গ্রামের আসগর আলীর ছেলে। তিনি বিনায়েকপুর দাখিল মাদরাসার মৌলভী পদের সহকারী শিক্ষক। তার বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে।
 
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বাংলানিউজকে জানান, সরকারের অনুমোদন ছাড়াই বিয়ে নিবন্ধনের নকল বালাম বই তৈরি করে বাল্যবিয়েসহ নিকাহ নিবন্ধন করে আসছিলেন সালাম নামে ওই ভুয়া কাজী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে একটি বিয়ে রেজিস্ট্রেশন করা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে নকল নিকাহ রেজিস্ট্রার বই জব্দ করা হয়েছে। রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।