ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তুরাগের ঘটনায় একে একে মৃত্যু দগ্ধ ৮ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
তুরাগের ঘটনায় একে একে মৃত্যু দগ্ধ ৮ জনের ফাইল ছবি

ঢাকা: রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন শেষ ব্যক্তি শাহিনের (২৫) মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে এ ঘটনায় দগ্ধ মোট আটজনের সবারই জীবন প্রদীপ নিভে গেল।

 

শনিবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) দিনগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৫০ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন শাহিনের মৃত্যু হয়।  

মৃত শাহিনের ভাই আরিফুল ইসলাম জানান, তাদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। বর্তমানে তুরাগ কামারপাড়া এলাকায় থাকছেন।

চিকিৎসকের বরাত দিয়ে শাহিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।  

তিনি জানান, তুরাগ কামারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন দগ্ধ হয়েছিল। এই শাহিনকে নিয়ে আটজনেরই মৃত্যু হলো।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের ভাঙারি দোকানে আগুন লেগে যায়। এ ঘটনায়  দগ্ধ হন আটজন। তারা হলেন- রিকশাচালক মিজানুর রহমান (৩৫) আলমগীর ওরফে আলম (২৩) শাহীন (২৫) নূর হোসেন (৫৫) ও গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০), শফিকুল ইসলাম (২৫), আল আমিন (৩৫), মাসুম মিয়া (৩৮)।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।