ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জের হাওর ঘুরে দেখলেন বাণিজ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
কিশোরগঞ্জের হাওর ঘুরে দেখলেন বাণিজ্যমন্ত্রী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের সৌন্দর্য দেখতে এসেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তার স্ত্রী
ও ব্যক্তিগত কর্মকর্তারা ছিলেন।

শুক্রবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় প্রবেশ করেন।

এসময় সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুরসহ অনেকে।

পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মিঠামইন উপজেলায় যান। তিনি অলওয়েদার সড়ক দিয়ে যাওয়ার পথে ইটনা ও মিঠামইন উপজেলার হাওরের সৌন্দর্য উপভোগ করেন। বিকেল সোয়া ৪টার দিকে হাওর এলাকা ত্যাগ করেন বাণিজ্যমন্ত্রী।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বাংলানিউজকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।