ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাড়ির পাশের বাঁশঝাড়ে ঝুলছিল শ্রমিকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
বাড়ির পাশের বাঁশঝাড়ে ঝুলছিল শ্রমিকের মরদেহ প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বাড়ির পাশের বাঁশঝাড়ের জিগা গাছ থেকে নুরনবী শেখ (৩২) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সলঙ্গা থানার এরান্দহ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরনবী শেখ ওই গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে। তিনি বিভিন্ন মিল কারখানায় দিনমজুর হিসেবে কাজ করতেন।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, গভীর রাতে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান নুরনবী। পরে পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তাকে পাননি। এরপর সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের ভেতরে জিগা গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।