ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইটভাটার পাশে পড়েছিল মাছ ব্যবসায়ীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
ইটভাটার পাশে পড়েছিল মাছ ব্যবসায়ীর মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ইটভাটার পাশ থেকে প্রসন্ন চন্দ্র হালদার (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১২ আগস্ট) সকালে উপজেলার সলঙ্গা থানাধীন ভুইয়াগাঁতী হিরো ব্রিকসের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রসন্ন হালদার উপজেলার ইচলাদিগর গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হন প্রসন্ন হালদার। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সকালে ইটভাটার পাশে তার মরদেহ দেখে স্থানীয়রা তাদের খবর দেন।  

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad