ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বন কর্মকর্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বন কর্মকর্তার ফাইল ছবি

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবদুস সালাম (৫৫) নামে এক বন কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে বরিশাল সেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আব্দুস সালাম পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা। তিনি আমতলী উপজেলা বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সালাম তার অফিসের কাজ শেষ করে মোটরসাইকেলে করে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশে রওনা দেন। এ সময় ফোরলেন এলাকায় পৌঁছলে সড়কের ওপরে রাখা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি পড়ে গেলে তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বাংলানিউজকে জানান, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।