ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় চালককে খুনের পর ব্যাটারি রিকশা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
ফতুল্লায় চালককে খুনের পর ব্যাটারি রিকশা ছিনতাই

নারায়ণগঞ্জ: চালককে ছুরিকাঘাতে হত্যার পর ব্যাটারি চালিত রিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কাছে চাঁনমারী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের ২০০ গজ দূরে লিংক রোড থেকে ইসদাইর স্কুলের দিকে যেতে চাঁনমারী এলাকায় ভোর ৫টার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এক ব্যাটারি চালিত রিকশা আটকে চালককে একাধিক ছুরিকাঘাত করেন। এতে ওই রিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। এরপর দুর্বৃত্তরা রিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রিকশা ছিনতাইয়ের জন্যই চালককে হত্যা করা হয়েছে। তবে, তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad