ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে মাদকসহ ১৪৫ মামলার আলামত পুড়িয়ে নষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, আগস্ট ১১, ২০২২
চাঁদপুরে মাদকসহ ১৪৫ মামলার আলামত পুড়িয়ে নষ্ট

চাঁদপুর : চাঁদপুরের আদালতে নিস্পত্তিকৃত মাদকসহ ১৪৫ মামলার আলামত পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর জেলা জজকোর্ট ভবনের সামনে বিচারক ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জব্দকৃত মাদক ও অন্যান্য মামলার আলামতগুলো পোড়ানো হয়।

নিস্পত্তিকৃত মামলার মধ্যে মাদক মামলা ছিল ১০৬টি, অন্যান্য ৩৯টি। জব্দকৃত মাদকের মধ্যে ছিল ৫৮ কেজি গাঁজা, ২৯৯৫ পিস ইয়াবা, ১৮৭ বোতল ফেন্সিডিল।

এসব মামলায় জব্দকৃত নগদ ১১ হাজার ৯১০টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, কোর্ট পুলিশ পরিদর্শক রসুল আহমেদ নিজামী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় : ২১২৬ ঘণ্টা, ১১ আগস্ট, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।