ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দরপত্র ছাড়াই ভবন ভাঙলেন উপজেলা চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
দরপত্র ছাড়াই ভবন ভাঙলেন উপজেলা চেয়ারম্যান

জামালপুর: জামালপুরের মেলান্দহে দরপত্র আহ্বান না করেই ভেঙে ফেলা হচ্ছে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের পুরোনো ভবন।  

ভবনটি সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা না হলেও উপজেলা চেয়ারম্যান তার লোকজন দিয়ে ভবনটি ভেঙে নিচ্ছেন।

এ নিয়ে স্থানীয় জনমনে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ।

বুধবার (১০ আগস্ট) বিকেলে মেলান্দহ উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এ চিত্রই দেখা যায়।  জানা যায়, মেলান্দহ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সাব রেজিস্ট্রার অফিস ভবনটি কয়েক বছর আগে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এ ভবনে স্বাভাবিক গতিতেই চলছিল সমস্ত কার্যক্রম। অথচ উপজেলা চেয়ারম্যান কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই ভবনটি ভেঙে ফেলছেন। ভবন ভাঙার দায়িত্ব পালন করছেন উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ।

মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ সাংবাদিকদের জানান, উপজেলা চেয়ারম্যানের নির্দেশেই তিনি সাব রেজিস্ট্রার অফিসের ভবন ভাঙার দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান জানান, দরপত্র আহ্বান করা না হলেও উপজেলা পরিষদের সিদ্ধান্তে সাব রেজিস্ট্রার অফিস ভবন ভাঙা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।