ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরার সময় এক জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ জেলের নাম ফজলু গাজী (৬৮)।

তিনি কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বাসিন্দা।  

স্থানীয়রা জানিয়েছেন, গত মঙ্গলবার ফজলু কালিন্দী নদীতে নৌকা নামাতে গেলে সেটি বাতাসে দড়ি ছিঁড়ে চলে যায়। নৌকাটি ধরতে ফজলু গাজীও পানিতে ঝাঁপ দেন। কিন্তু তিনি তা ধরতে পারেননি। কিছুক্ষণ পর তার চিৎকার শুনতে পান স্থানীয়রা। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি।  

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক বলেন, বৃদ্ধ ফজলু গাজীকে উদ্ধারের চেষ্টা চলছে। তার নৌকাটি বিএসএফ পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে। তিনি হয়তো মৃগী রোগী ছিলেন, এজন্য পানিতে নামার পর তিনি হয়তো এ রোগে আক্রান্ত হয়েছেন।  
 
মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম জানিয়েছেন, সীমান্তবর্তী নদী হওয়ায় কেউ তাকে সাহায্য করতে পানিতে নামেননি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নৌকাটি উদ্ধার করে ফেরত দিয়েছে।  

তিনি আরও জানান, নদীর দুই পারেই বৃদ্ধ ফজলু গাজীর খোঁজ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।