ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
নারায়ণগঞ্জে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও ওজনে কারচুপির অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১০ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ফতুল্লার কুতুবপুর এলাকার আমিন স্কোয়ার বিডি লিমিটেড নামক প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযানে পণ্য উৎপাদন ও ওজনে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা ক্যাব-এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এমআরপি/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ