ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে একটি পরিত্যক্ত জায়গায় বিপুল পরিমাণ এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এর মধ্যে রয়েছে ৬৯ কেজি গাঁজা, ২০৪ লিটার মদ ও ৪১ পুরিয়া হিরোইন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও ফতুল্লা থানায় বিভিন্ন সময়ে পরিচালিত মাদকদ্রব্য বিরুদ্ধে অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছিল। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের নির্দেশে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুর রহমানে উপস্থিতিতে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।