ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগর উত্তাল, ট্রলারডুবিতে নিখোঁজ ৯ জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
বঙ্গোপসাগর উত্তাল, ট্রলারডুবিতে নিখোঁজ ৯ জেলে ফাইল ছবি

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ১৫ জেলেসহ এফবি নিশাত নামে একটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারের জেলে নিখোঁজ হয়েছেন।

বাকিরা তীরে ফিরতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে পায়রা বন্দরের শেষ বয়ার ১৪ কিলোমিটার গভীরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- ফরহাদ, সোহেল, ইয়াসিন, ইয়াকুব, আলকাছ, আমজাদ, শরীফ উদ্দিন, শরীফ ও জাফর। তাদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।  

বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর ও আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি শামিম জানান, মঙ্গলবার দিনগত রাতে হঠাৎ ঢেউয়ের তোরে তাদের ট্রলারটি উল্টে যায়। এসময় অন্য একটি ট্রলার তাকেসহ চার জেলেকে উদ্ধার করে। পরে বুধবার দুপুরে সুন্দরবন এলাকায় আরও দুই জেলের সন্ধান পাওয়া যায়। বাকি নয় জেলে নিখোঁজ রয়েছেন।  

উদ্ধারকৃত জেলেরা মহিপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বলেও তিনি জানান।

পায়রা বন্দর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল পিও জানান, পায়রা বন্দর ও নিজামপুর কোস্টগার্ড ঝুঁকি নিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

এর আগে সোমবার দিনগত রাত ৩টার দিকে ওই একই এলাকায় আরও দু’টি ট্রলার ডুবে যায়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।