ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে মাদক মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
জয়পুরহাটে মাদক মামলায় যুবকের মৃত্যুদণ্ড

জয়পুরহাট: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় নাজমুল হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম সরোয়ার এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত নাজমুল নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকা থেকে প্রায় ৫৫ গ্রাম হেরোইনসহ নাজমুলকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। জব্দ মাদকের মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। এ ঘটনায় নাজমুলের নামে থানায় মাদক মামলা হয়। পরে তিনি আদালতে মিথ্যা তথ্য দিয়ে জামিন নিয়ে পালিয়ে যান। এরপর চলতি বছরের গত ২৪ জুলাই জামালগঞ্জ বাজার থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরের দিন নাজমুলকে আদালতে পাঠানো হয়। এরপর ১৬ দিনের মধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।