ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদক নিয়ে বিরোধের জেরে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২২
মাদক নিয়ে বিরোধের জেরে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাসের চাপায় তায়েব মিয়া (২২) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। মাদক নিয়ে বিরোধের জেরে বাসের নিচে চাপা দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব পৌর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তায়েব মিয়া নেত্রকোণা জেলায় কামাল মিয়ার ছেলে। তিনি ঢাকা-মহাখালি রোডের চলনবিল বাস সার্ভিসের হেলপার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব পৌর বাসস্ট্যান্ডে ঢোকার সময় আরাকান পরিবহনের একটি বাস তায়েবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই ঘাতক বাসের চালক জামান পালিয়ে যান।

নিহত তায়েবের মামা কাজল মিয়া অভিযোগ করে জানান, তায়েব ও বাসের চালক জামান দুই জনেই মাদকাসক্ত ছিলেন। মাদক নিয়ে বিরোধের জেরেই বাসের নিচে চাপা দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে জামান।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।