ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ: এক শ্রমিকের লাশ মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২২
লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ:  এক শ্রমিকের লাশ মিলেছে

বরিশাল: বরিশালে সন্ধ্যা নদীতে লঞ্চের সঙ্গে সংঘর্ষে বাল্কহেড ডুবিতে নিঁখোজ দুই জনের মধ্যে কালাম (৫৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার নান্দুহার এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বরিশালের বানারীপাড়া উপজেলাধীন সন্ধ্যা নদীর খেজুরবাড়ি পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন বাল্কহেডের মালিক হাবুল কাজী।

তিনি বলেন, এখনও নিখোঁজ থাকা অপর শ্রমিক মিলনের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।

প্রসঙ্গত, প্রায় ৫শ’ যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকা যাওয়ায় পথে উজিরপুর উপজেলাধীন মীরের হাট নাম সংলগ্ন সন্ধ্যা নদীতে এমভি মর্নিং সান-৯ লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি ডুবে গিয়ে দু’শ্রমিক নিঁখোজ হয় এবং লঞ্চের তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করতে থাকে।

পরবর্তীতে লঞ্চটিকে উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের চৌধুরীর হাট লঞ্চঘাটে নোঙ্গর করা হয়। এরপর লঞ্চটি মেরামত করা হলে সেটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২২
এমএস/জেডএ

***বাল্ক‌হে‌ডের সঙ্গে যাত্রীবা‌হী ল‌ঞ্চের সংঘ‌র্ষ, নিখোঁজ ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।