ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তুরাগে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
তুরাগে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৫

ঢাকা: রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় চারজনের মৃত্যু হয়।

সোমবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৮০ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মাসুম আলী (৩৫) নামে আরেকজন মারা যান।

কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৮ জন দগ্ধ হন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জন হলো।

চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তিনি জানান, তুরাগের কামারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ বাকি ৩ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থাও ভালো নয়।

বাচ্চু মিয়া আরও জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন দগ্ধ হয়েছিলেন। মাসুম আলীকে নিয়ে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:
তুরাগে ভাঙারি দোকানে অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ৩
তুরাগে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৪

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।