ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধানুয়া-কামালপুর স্থলবন্দরে ভারতীয় ট্রাকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
ধানুয়া-কামালপুর স্থলবন্দরে ভারতীয় ট্রাকচাপায় নারী নিহত

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া-কামালপুর স্থলবন্দরে ভারতীয় ট্রাকচাপায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।  সোমবার বিকাল ৪ টার দিকে ওই ঘটনা ঘটে।

 

নিহত নুরজাহান বেগম বগারচর ইউনিয়নের ভাটি পাড়া গ্রামের চান মোহাম্মদের স্ত্রী।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরজাহান বেগম স্থলবন্দরে ক্রাশার মেশিনের মাধ্যমে কাজ পাথর ভাঙার কাজ করতেন। কাজের ফাঁকে সোমবার রাস্তায় দাঁড়ানো ভারতীয় ট্রাকের পাশে বিশ্রাম নিচ্ছিলেন নুরজাহান। এসময় ট্রাকচালক দুপুরে খাবার শেষে ভারতের দিকে রওনা হলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান নুরজাহান। এ ঘটনার পর পালিয়েছেন ওই ট্রাকচালক।  

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান,  ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুরে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad