ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মেয়াদোত্তীর্ণ দই দিয়ে ঘোল তৈরি, ব্যবসায়ীর জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
মেয়াদোত্তীর্ণ দই দিয়ে ঘোল তৈরি, ব্যবসায়ীর জরিমানা 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে পঁচা ও মেয়াদোত্তীর্ণ দই দিয়ে ঘোল তৈরির দায়ে এভারগ্রীন দই ও মিষ্টিঘরের মালিককে ১০ হাজাট টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও বিভিন্ন অভিযোগে আরও ৫টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে সলঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

মাহমুদ হাসান রনি বাংলানিউজকে জানান, আজ দুপুরে অভিযান চালিয়ে পচা ও মেয়াদোত্তীর্ণ দই দিয়ে ঘোল তৈরি করায় এভারগ্রীন দইঘরকে ১০ হাজার, নোংরা পরিবেশের জন্য আলিম হোটেলকে ১০ হাজার, দইয়ের মেয়াদ ও পরিমানের স্টিকার না থাকায় পাপিয়া হোটেলকে ৫ হাজার, স্টিকার না থাকায় গ্রীন ভিলেজ মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার, বেশি দামে ফল বিক্রি করায় আশা ফল ভান্ডারকে ৫ হাজার টাকা ও
এবং চার্জার ফ্যান বেশি দামে বিক্রয় করায় রাব্বি ইলেকট্রনিককে ৫ হাজার জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।