ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
ঈশ্বরদীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আটক

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়হান উদ্দিন বিশ্বাস জনি (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৮ আগস্ট) সকালে পাবনা র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার (৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে জনিকে আটক করা হয়।

আটক জনি বিশ্বাস ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের আবেদ আলী বিশ্বাসের ছেলে।

পাবনা র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে জনিকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, আটক মাদক বিক্রেতা জনি দীর্ঘদিন নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বাংলানিউজকে জানান, মাদক বিক্রেতা জনির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ দায়েরের পর মামলা নথিভূক্ত হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৫১, আগস্ট ৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।