ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংড়ায় শেয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
সিংড়ায় শেয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু

নাটোর: নাটোরের সিংড়ায় শেয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে ইমান আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ আগষ্ট) দুপুরে উপজেলার ছাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইমান আলী উপজেলার ইটালী ইউনিয়নের মৃত মছির উদ্দিনের ছেলে।

সিংড়ার ইটালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সোমবার সকালে কৃষক ইমান আলী হাঁসের খামারের পাশে তাল কুড়াতে যায়। আগে থেকেই পেতে রাখা শেয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে ইমাম আলীর মৃত্যু হয়।  

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
ইআর


 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।