ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

দেয়াল ভেঙে মোল্লা জুয়েলার্সের ১৫ ভরি সোনা ও ৩০০ ভরি রূপার গহনা চুরি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
দেয়াল ভেঙে মোল্লা জুয়েলার্সের ১৫ ভরি সোনা ও ৩০০ ভরি রূপার গহনা চুরি

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁহাপুর ইউনিয়নে মোল্লা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।  

রোববার (৭ আগস্ট) দিনগত রাতের কোনো এক সময় সাঁহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে জনতা ব্যাংকের সামনের দোকানটিতে এ ঘটনা ঘটে।

 
 
মোল্লা জুয়েলার্সের মালিক আশরাফুল ইসলাম মারুফ বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি ও তার কর্মচারীরা। এরপর রাতের কোনো এক সময় দোকানের পেছনের গেট ভেঙে ভেতরে ঢোকে চোরের দল। চোরের দল দোকানে থাকা সিন্দুকের তালা ভেঙে ১৫ ভরি সোনার গহনা, ৩০০ ভরি রূপার গহনা ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। সোমবার সকালে এসে দোকান খুলে এ অবস্থা দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দোকান মালিক মারুফ আরও বলেন, আমার দোকান থেকে সোনা ও রূপার গহনা চুরি হয়েছে। যার দাম প্রায় ১০ লাখ টাকা। এ ব্যাপারে আমি মামলা করব।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।