ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সদরঘাটে ২ লঞ্চের চাপায় যাত্রীর মৃত্যু, আহত ২

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
সদরঘাটে ২ লঞ্চের চাপায় যাত্রীর মৃত্যু, আহত ২ ফাইল ফটো

কেরানীগঞ্জ: সদরঘাট লঞ্চ টার্মিনালে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

রোববার (৭ আগস্ট) বিকেলে লালকুঠি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের নাম রাশেদ (১৯)। আহত দু’জন হলেন- ট্রলার চালক ইমরান (২৫) ও যাত্রী আলী আজগর (৩৫)।

রাশেদ লক্ষীপুরের রায়পুর উপজেলার চরলক্ষী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।  আজগর শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাজীপাড়া গ্রামের নাসির সরদারের ছেলে। আর ট্রলারের চালক ইমরান কেরানীগঞ্জের চর খেজুর বাগ এলাকার ইব্রাহিমের ছেলে।

ঘটনার পর ইমরানকে পুলিশ হেফাজতে নিয়েছে। আর আজগরের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টা নাগাদ চাঁদপুর থেকে ছেড়ে আসা রবরব লঞ্চ লালকুঠি ঘাটে ভেড়ার চষ্টো করছিল। এ সময় রবরব লঞ্চ ও ঘাটে থাকা জমজম লঞ্চের মাঝে সতর্কতা ছাড়া ইঞ্জিনচালিত একটি ছোট ট্রলার চলে আসে। পরে ট্রলারটি দুই লঞ্চের মাঝে চাপা পড়লে এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা কেরানীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে ওই ট্রলারে উঠেছিলেন।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা শহিদ উল‌্যাহ বলেন, নৌকা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে যাত্রী ওঠানামা বেআইনি। এসব ঘটনায় বিভিন্ন সময়ে হতাহতের ঘটনা ঘটছে। এসব বন্ধের জন্য সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে চিঠিও দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।