ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলো স্কুলছাত্র শ্রাবণ স্নাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, আগস্ট ৬, ২০২২
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলো স্কুলছাত্র শ্রাবণ স্নাল

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া ময়মনসিংহের হালুয়াঘাটের ১২ বছর বয়সী স্কুলছাত্র শ্রাবণ স্নালের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ লাখ ৯৪ হাজার টাকার আর্থিক হস্তান্তর করেন।

এর আগে তাকে আরও ১ লাখ টাকা দেওয়া হয়। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদান হিসেবে শ্রাবণ স্নালকে মোট ২ লাখ ৯৪ হাজার টাকা নগদ অর্থ দেওয়া হলো।

চেক হস্তান্তরের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্, হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, হেমাটোলজি বিভাগের রেসিডেন্ট শিক্ষার্থী ডা. মিলি দে, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী, শ্রাবণ স্নালের মা নীলিমা স্নাল উপস্তিত ছিলেন।

ময়মনসিংহের হালুয়াঘাটের আধিবাসী কৃষক আরেং ও নীলিমা স্নালের ১২ বছর বয়সী পুত্র ৭ম শ্রেণি পড়ুয়া শ্রাবণ স্ন্যাল হজকিন্স লিম্ফোমা রোগে আক্রান্ত। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে শ্রাবণকে বিএসএমএমইউতে চিকিৎসাসেবার জন্য উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে নির্দেশ দেন।

গত বছর ২৪ অক্টোবর জ্বর ও গলার ডানপাশে ‘লসিকা গ্রন্থি’ ফোলা নিয়ে শ্রাবণ স্নালকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে বিশ্বদ্যিালয়ের হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহের অধীনে ভর্তি করা হয়।

পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শ্রাবণ স্নালের হজকিন্স লিম্ফোমা রোগ নির্ণয় করা হয়। গত ৭ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দে প্রথম কেমোথেরাপি শুরু হয়। এ পর্যন্ত শ্রাবণ স্লালকে ৬ সাইকেল কেমোথেরাপি দেয়াও হয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।