ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিয়েবাড়িতে সাউন্ডবক্স বাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
বিয়েবাড়িতে সাউন্ডবক্স বাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ: বিয়ের অনুষ্ঠানকে উৎসবমুখর করতে আনা হয়েছিল সাউন্ডবক্স। আর সেই সাউন্ডবক্স চালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শাকিল শেখ (১৭) নামে এক কিশোরের।

 

শনিবার (৬ আগষ্ট) দুপুরের দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।  

নিহত শাকিল শেখ ওই গ্রামের হাসেম আলী শেখের ছেলে।  

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রঞ্জু বলেন, শনিবার দুপুরে বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিচ্ছিল শাকিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।