ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত দলের সদস্যকে আটক এবং ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে ধারালো রামদা ও ছুরি জব্দ করা হয়।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটকরা হলেন- মো. উবায়দুল হক প্রকাশ ভুট্টু মিয়া (৩৮) আমিনুল ইসলাম প্রকাশ তুফান (২৫), মো. আল আমিন মিয়া (২৩), মো. রায়হান মিয়া (২০), মো. ইকরাম চৌধুরী (২০) এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুর রহিম।

ওসি (তদন্ত) সঞ্জয় কুমার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পৌরসভার তারাগন এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে আখাউড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অস্ত্রসহ তাদের আটক করা হয়। তবে কয়েকজন পালিয়ে গেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।