ঢাকা: অভিনব কায়দায় চিপসের ও চা-পাতার প্যাকেটে লুকিয়ে হেরোইন পাচারের সময় মোছা. সাহেদা খাতুন (৫০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
গ্রেফতার নারীর কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
শুক্রবার (০৫ আগস্ট) বিকেলে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) ডিআইজি মাহ্ফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকা থেকে হেরোইনসহ সাহেদাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাহেদা জানান তিনি একজন পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সরবরাহ করতেন।
গ্রেফতার মাদক কারবারি সাহেদা খাতুনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
এসজেএ/কেএআর