ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে সুমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
মানিকগঞ্জে সুমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার সুমি আক্তার নামে এক নববধুকে গলা কেটে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

শুক্রবার (৫ আগষ্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়।

এতে অংশ নেন এলাকার শত শত নারী-পুরুষ। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করেন।

সেখানে সুমিকে হত্যাকারী স্বামী রূপকের ফাঁসি এবং এ ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত সুমির বাবা রহম আলী, মা রওশনা বেগম, বোন রুমি আক্তার, মনোয়ার মাহমুদ, সাদিকুর রহমান, মনির হোসেন, রেজাউল ইসলাম, খোকন, শামীম চৌধুরী, মো. মুকুল প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ জুলাই মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রামে সুমি আক্তার নামে এক নববধূকে গলা কেটে হত্যা করে তার স্বামী রূপক আহমেদ। ঘটনার ছয় দিন পর রূপককে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে সিআইডি।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।