ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

জামালপুরে কাঁচা মরিচ এখন ৩২০ টাকা কেজি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
জামালপুরে কাঁচা মরিচ এখন ৩২০ টাকা কেজি

জামালপুর: জামালপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। দেশি (স্থানীয় ভাষায় গিরস্থি) মরিচের দাম এখন কেজি প্রতি ৩২০ টাকা।

তবে ২৮০ টাকায় মিলছে আমদানীকৃত হাইব্রিড মরিচ।

শুক্রবার (৫ আগস্ট) জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জ কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে কাঁচা মরিচের দাম খুব কম সময়ের মধ্যেই কমে যাবে বলে বলছেন ব্যবসায়ীরা।

বকশীগঞ্জে কাঁচা বাজারে মরিচ কিনতে আসা সাইফ উদ্দিন, মজিবুর রহমান ও কফিল মিয়া জানান, গত সপ্তাহে প্রতি ২৫০ গ্রাম মরিচ কিনেছি ৩০ টাকায়। আর আজ হঠাৎ করেই তা ৮০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়ে দেওয়ানগঞ্জ কাঁচা বাজারের ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, বন্যায় অনেক মরিচ টাল (মরিচ বাগান) নষ্ট হয়েছে। পরে কৃষকরা যখন আবারও মরিচ বাগন করার চেষ্টা করেছিল, তখন সেগুলো অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়। তবে বাজারে মরিচ আসতে শুরু করেছে। খুব কম সময়ের মধ্যেই মরিচের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।

এদিকে মরিচের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে কাঁচা শাক সবজির দাম।

বাজারে এক কেজি বরবটি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। শসার কেজি গত সপ্তাহের মতো ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। গাজরের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৩০-১৪০ টাকা। গাজরের দাম কিছুটা কমলেও পাকা টমেটো গত সপ্তাহের মতো কেজি প্রতি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।


এছাড়া বেগুন ৫০-৭০ টাকা কেজি, কাঁকরোল ৫০-৭০ টাকা, কাঁচা পেঁপে ২০-২৫ টাকা, পটল ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।

এছাড়া এই সময়ের মধ্যে দাম অপরিবর্তিত থেকে কচুর লতি ৪০-৫০ টাকা কেজি, ঝিঙে-চিচিঙ্গা ৪০-৫০ টাকার মধ্যে আছে। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা।

শুক্রবার বাজার ঘুরে দেখে গেছে, বাজারে কম দামের মাছগুলোর মধ্যে তেলাপিয়া ২০০-২২০ টাকা কেজি, কই (চাষের) ২২০-২৪০ টাকা, পাঙাশ ১৮০-২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকায়, কাতল ৩৫০ টাকা, বোয়াল ৫০০-৬০০ টাকা, মাগুর ৬০০ টাকা, মাঝারি ইলিশ এক হাজার ১০০ টাকা এবং বড় ইলিশ এক হাজার ৬০০ টাকায়। পাশাপাশি শিং (ছোট) ৪৫০-৫০০ টাকা, চিংড়ি ৬০০-৬৫০ টাকা, পাবদা ৪৫০ টাকা, ট্যাংরা ৫৫০-৬০০, শোল মাছ ৪০০-৬০০ টাকা এবং আইড় মাছ ৬৫০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।