ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ী রেলস্টেশনে টিকিট কালোবাজারি, জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
ফুলবাড়ী রেলস্টেশনে টিকিট কালোবাজারি, জরিমানা 

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারির অপরাধে মিলন শেখ (৪০) নামে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (০৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ওই রেলস্টেশনের ফাস্টফুড দোকান মিলন স্টোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম এ জরিমানা করেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে দিনাজপুর র‌্যাব-১৩ এর ফোর্স সঙ্গে নিয়ে রেলস্টেশন এলাকার বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ।  

এসময় মিলন ফাস্টফুড নামের দোকানে তল্লাশি চালালে দোকান মালিকের কাছে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের শোভন চেয়ারের আটটি টিকিট পাওয়া যায়। এজন্য তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।