ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
ময়মনসিংহে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলায় বজ্রপাতে নাইম ইসলাম (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের জুগিড় আগলী গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত নাইম ইসলাম ওই এলাকার শহীদ মিয়ার ছেলে।  সে গৌরীপুর ভোকেশনাল টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।  

খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন উপজেলাল চরনিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতন।  

তিনি বলেন, নাইম ইসলাম দুপুরের দিকে বৃষ্টির সময় নিজ বাড়ির পাশে ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করছিল।  এসময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।