ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু  মো. ইউসুফ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউসুফ (৪০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট সংলগ্ন চরপাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

ইউসুফ ওই এলাকার মোহাব্বত আলী চেরাংবাড়ির সায়েদুল হকের ছেলে। তিনি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান। ফজুমিয়ারহাট বাজারে তার ইলেকট্রনিক মালমালের দোকান রয়েছে বলে জানা গেছে।  

স্থানীয়রা জানায়, বাড়ির পাশের একটি ক্ষেতে ধানের চারা রোপণ করার জন্য পানির পাম্প বসান ইউসুফ। সকালে ওই পাম্পের ক্যাবল সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পষ্ট হন। তাকে উদ্ধার করে কমলনগর উপজেলার করইতোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চরকাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ফজলে এলাহী শামীম তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, ইউসুফের মৃত্যুতে ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মোশারফ হোসেন রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহেল শোক প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।