ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজৈরে বাসচাপায় মায়ের মৃত্যু, আহত ২ বছরের শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
রাজৈরে বাসচাপায় মায়ের মৃত্যু, আহত ২ বছরের শিশু প্রতীকী ছবি

মাদারীপুরঃ মাদারীপুর জেলার রাজৈরের ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় নূরজাহান বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার শিশু কন্যা ফাতেমা আক্তার (২) গুরুতর আহত হয়।

শনিবার (৩০ জুলাই) দুপুরে রাজৈর বড় ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নূরজাহান মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মজিবর হাওলাদারের স্ত্রী।

জানা গেছে, নূরজাহান দুপুরের দিকে তার শিশু কন্যাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নূরজাহান বেগম। আহত হয় তার শিশু কন্যা ফাতেমা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

রাজৈর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনার পরেই ঘাতক বাসটি পালিয়ে যায়। আমরা বাসটি আটকের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়ঃ ১৫৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।