ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ইমন হত্যার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
সিদ্ধিরগঞ্জে ইমন হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইমন নামের এক যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) নিহতের বোন নাদিয়া আক্তার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ৮ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

এর আগে বুধবার (২৭ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ওই যুবক খুন হন।

অভিযুক্তরা হলেন- মশিউর রহমান রাজু (২২) মো. রাসেদুজ্জামান রাসেল (২৭), মো. খলিল (১৮), স্বপন (১৯) ও ইব্রাহিম (২০)।

মামলায় নাদিয়া উল্লেখ করেন, বুধবার রাতে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ভাই ইমন ও শাহরিয়ার জয়কে অভিযুক্তরা আঘাত করে। তারা চিৎকার করলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এলাকার স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার ভাই ও আমার ভাইয়ের বন্ধু জয়কে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে। অপরদিকে শাহরিয়ার আহমেদ জয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় বর্তমানে সে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।  

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।