ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জ সাইনবোর্ডে ফুটওভার ব্রিজ থেকে পরে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
নারায়ণগঞ্জ সাইনবোর্ডে ফুটওভার ব্রিজ থেকে পরে এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজ থেকে নিচে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আ. আলিম ও মো. সিফাতউল্লাহ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে পড়ে ছিলেন ওই ব্যক্তি। তাকে ঘিরে অসংখ্য মানুষ ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। তবে কেউ তাকে ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন না। তখন তারা তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যান।

তারা আরও জানান, সেখানকার লোকজনের কাছ থেকে তারা শুনেছেন, ফুটওভার ব্রিজ থেকেই ওই ব্যক্তি নিচে পড়ে গেছেন। ফুটওভার ব্রিজের রেলিং থাকলেও রেলিংয়ের নিচের দিকটা ফাঁকা। তাদের ধারণা, ওই ব্যক্তি রেলিংয়ের নিচ দিয়ে বা রেলিংয়ের উপর বসতে গিয়ে নিচে পড়ে গেছেন। বা অন্য কোন ঘটনাও ঘটতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির নাম পরিচয় কেউ জানাতে পারেনি। মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২s
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।