ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জ হাওর ভ্রমণে পর্যটকদের জন্য ১০ সতর্কবার্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
কিশোরগঞ্জ হাওর ভ্রমণে পর্যটকদের জন্য ১০ সতর্কবার্তা ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরে পর্যটক মৃত্যুর ঘটনায় সেখানে ভ্রমণে ১০ সতর্কবার্তা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সতর্কবার্তা জারি করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম।

সতর্কবার্তাগুলো হলো-
১. সাঁতার না জেনে এবং পানির গভীরতা সম্পর্কে অবগত না হয়ে যত্র-তত্র পানিতে না নামা।

২. চলন্ত নৌ-যান বা নৌকার কিনারায় বা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করা।

৩. যাত্রাপথে নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট বা বয়া ব্যবহার নিশ্চিত করা।

৪. বৈদ্যুতিক খুঁটি বা তারের পাশ দিয়ে নৌকা গেলে সতর্কতা অবলম্বন করা।

৫. সন্ধ্যার পর ও বৈরি আবহাওয়ার মধ্যে নৌকায় ভ্রমণ না করা।

৬. নৌকায় উচ্চস্বরে বাদ্যযন্ত্র না বাজানো।

৭. কোনো অচেনা স্থান ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের লেনদেন, ভ্রমণ বা খাদ্যগ্রহণ থেকে বিরত থাকা।

৮. হাওরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার্থে ময়লা-আবর্জনা (পানির বোতল, চিপসের প্যাকেট) ইত্যাদি পানিতে না ফেলে নিদিষ্ট স্থানে ফেলা।

৯. ২০ মিটারের কম যাত্রীবাহী নৌযানে সর্বোচ্চ ২০ জন ও ৪০ হর্স পাওয়ারের নিচে যাত্রীবাহী স্পিডবোটে সর্বোচ্চ ১০ জনের বেশি যাত্রী ভ্রমণ না করা।

১০. হাওরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।