ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় দুদকের মামলা, জেলসহ ২০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
কুষ্টিয়ায় দুদকের মামলা, জেলসহ ২০ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর থানার সরকারী রাজস্বের টাকা আত্মসাতের দায়ে দুদকের করা মামলায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যাক্তির ছয় বছর কারাদণ্ড ও ২০লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর দেড়টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলাম জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত সিরাজুল ইসলাম মিরপুর উপজেলার বাজার পাড়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে ও মিরপুর পশুহাটের ইজারাদার।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালে মিরপুর পৌরসভার হাট ইজারার ১০ লাখ ৭০ হাজার টাকা সরকারি রাজস্ব খাতে জমা না দিয়ে আত্মসাৎ করেন সিরাজুল ইসলাম। সেই সময় পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. সাইফুল হক খান চৌধুরীর প্রত্যক্ষভাবে তাকে সহায়তা করেন। এ কারণে দণ্ডবিধি ৪০৮/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম মোড়ল বাদি হয়ে ২০১৫ সালের ২৩ জুন তাদের নামে মিরপুর থানায় মামলা করেন।

মামলা দুইটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম মোড়ল ২০১৬ সালের ২৬ জুলাই এজাহার নামিয় দুই জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার কৌসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ মিঠু জানান, আদালতে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামিদের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে পৌর মেয়র সাইফুল হক ইতোমধ্যে মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। আর সিরাজুল ইসলামকে ছয় বছর সশ্রম কারাদণ্ডসহ ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ