ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সবুজবাগে পিকআপের ধাক্কায় অটোচালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
সবুজবাগে পিকআপের ধাক্কায় অটোচালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর সবুজবাগ বাসাবোতে পিকআপ ভ্যানের ধাক্কায় হালিম বেপারী (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে খিলগাঁও ফ্লাইওভার বাসাবো ঢালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকালে তাকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, খবর পেয়ে সকালে ফ্লাইওভারের ঢালে ফুটপাত থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, একটি বেপরোয়া পিকআপ ভ্যান চালকসহ রিকশাটিকে ধাক্কা দিয়ে ফুটপাতে উঠে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনার পরপরই পিকআপ ভ্যান চালক পালিয়েছে। গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, মৃত হালিম বেপারীর ছেলে মো. স্বপন জানান, তাদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার পূর্ব মির্জাচর মুন্সীকান্দি গ্রামে। পরিবার নিয়ে সবুজবাগ কদমতলা পূর্ব বাসাবোর একটি বাসায় ভাড়া থাকেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন হালিম।

তিনি আরও জানান, ভোররাত দিকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হন হালিম। এরপর দুর্ঘটনার খবর পান।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।