ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিজার ছাড়াই একসঙ্গে ৪ সন্তান প্রসব! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
সিজার ছাড়াই একসঙ্গে ৪ সন্তান প্রসব! 

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা লাবণী আক্তার (২৫) নামের এক গৃহবধূর সিজার ছাড়াই একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন।  

বুধবার (২৭ জুলাই) রাতে ওই গৃহবধূর স্বামী মো. মিজানুর রহমান মিজান বাংলানিউজকে এই তথ‍্য নিশ্চিত করেছেন।

 

এর আগে, ২৫ জুলাই (সোমবার) রাত ৯টায় ঢাকার আদ-দ্বীন হাসপাতালে স্বাভাবিকভাবেই এক সঙ্গে চার সন্তান জন্ম দেন লাবণী।  

নবজাতকদের মধ‍্যে তিনটি ছেলে এবং একটি মেয়ে।  

বর্তমানে নবজাতক শিশুরা ঢাকার ধানমন্ডি লং লাইফ হাসপাতালের নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান মিজানুর রহমান।  

ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মুদি ব‍্যবসায়ী মিজানুর রহমান জানান, তাঁর স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার সেদিন নিয়মিত চেকআপের জন‍্য চিকিৎসকের কাছে গিয়েছিল। কিন্তু ওই সময় লাবনী আক্তার প্রসব ব্যথা অনুভব করেলে ওই হাসপাতালে সিজার ছাড়াই স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম দেয়।  

নবজাতকদের বাবা মিজান আরও বলেন, অপ্রাপ্ত বয়সে ওরা জন্ম নেওয়ায় ওইদিন রাতেই তাদেরকে লং লাইফ হাসপাতালের এনআইসিইউতে নেওয়া হয়।  

তবে বতর্মানে বাচ্চাদের অবস্থা ভাল নেই। এখন আল্লাহ্ যা করেন। আমি আমার সন্তানদের জন‍্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।  

প্রসঙ্গত, নবজাতকদের বাবা মিজানুর রহমান ও লাবণী দম্পতির সংসারে মো. আব্দুল্লাহ নামের পাঁচ বছর বয়সী আরেকটি ছেলে সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।