ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরণখোলায় অজগরের কামড়ে ছাগলের মৃত্যু

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
শরণখোলায় অজগরের কামড়ে ছাগলের মৃত্যু অজগরের কামড়ে ছাগলের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় অজগরের কামড়ে একটি ছাগল মারা গেছে। পরে বনরক্ষীরা অজগরটিকে ধরে সুন্দরবনে অবমুক্ত করেন।

বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টায় শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর চরপাড়া গ্রামের কালাম খানের বাড়িতে একটি অজগর প্রবেশ করে তার ছাগলকে আক্রমণ করে। পরবর্তীতে অজগরটি ছাগটিকে গিলে ফেলার চেষ্টা করে। এ সময় ওই বাড়ির লোকজন টের পেয়ে জাল নিক্ষেপ করে অজগরটিকে ধরে ফেলেন। পরবর্তীতে বনরক্ষীরা অজগরটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছেন।   

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, দক্ষিণ রাজাপুরে অজগরের আক্রমনে একটি ছাগল মারা গেছে। বনরক্ষীরা উদ্ধার করা ১৫ ফুট লম্বা বিশালাকারের  অজগরটিকে দাসের ভারানী ফরেষ্ট টহল ফাঁড়ির বনে অবমুক্ত করা হয়েছে। ।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।