ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

অভিবাসী ভিসা পেতে প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্র দূতাবাসের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
অভিবাসী ভিসা পেতে প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্র দূতাবাসের

ঢাকা: অভিবাসী ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারে প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  

বুধবার (২৭ জুলাই) দূতাবাস থেকে এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হয়ে না গেলে ভিসা পেতে অনেক মাস দেরি হতে পারে। সাক্ষাৎকারের দিন ভিসা প্রার্থীর সব মূল নাগরিক কাগজপত্র (অর্থাৎ অরিজিনাল) নিয়ে যেতে হবে । নাগরিক কাগজপত্রের মধ্যে বৈধ পাসপোর্ট, ভিসার ছবি, নিবন্ধিত জন্ম সনদ, নিবন্ধিত মৃত্যু সনদ, বিবাহের সনদপত্র (বাংলা নিকাহ নামা), পুলিশের অনুমোদনপত্র ইত্যাদি অন্তর্ভুক্ত কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ নয়।

এছাড়াও প্রার্থী এবং প্রার্থীর পিটিশনারের ছবি নিয়ে যেতে হবে। সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের একটি সম্পূর্ণ তালিকার জন্য এই ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হয়েছে : http://ow.ly/nbHV50K5bof

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।