ঢাকা, বুধবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ মে ২০২৪, ২০ জিলকদ ১৪৪৫

জাতীয়

শাহজালালের থার্ড টার্মিনাল নির্মাণের সিন্ডিকেট তদন্তে সাব-কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
শাহজালালের থার্ড টার্মিনাল নির্মাণের সিন্ডিকেট তদন্তে সাব-কমিটি

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে সিন্ডিকেট পরিচালনার ব্যাপারে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি তদন্তে তিন সদস্যের সাব-কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি।

সোমবার (২৫ জুলাই) জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ  হোসেন, কাজী  ফিরোজ রশীদ, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময় ও সৈয়দা রুবিনা আক্তার।

বৈঠকে স্থায়ী কমিটি পর্যটন এলাকাগুলোয় হোটেল, মোটেল এবং বহুতল ভবন নির্মাণের প্লান পাশ করার ক্ষেত্রে সেওয়াগ ট্রিটমেন্ট প্ল্যান’স (এসটিপি) নির্মাণে বাধ্যবাধকতা আরোপের জন্য সুপারিশ করে। এ সময় পর্যটন শিল্পের উন্নয়নে দেশের সমস্ত পর্যটন এলাকায় আমব্রেলা প্রজেক্ট নিয়ে কার্যক্রম গ্রহণের পরামর্শও দেওয়া হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৯৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।