ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে অস্ত্র-গুলিসহ আটক সেই ইউপি চেয়ারম্যানের বিচার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
ফরিদপুরে অস্ত্র-গুলিসহ আটক সেই ইউপি চেয়ারম্যানের বিচার দাবি

ফরিদপুর: অবৈধ অস্ত্রসহ ডিবি পুলিশের হাতে আটক হওয়া ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার (চেয়ারম্যান) দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকাবাসী।

রোববার (২৪ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চেয়ারম্যান কর্তৃক নানাভাবে ক্ষতিগ্রস্ত কয়েকশ মানুষ অংশ নেন।  

মানববন্ধনে ঈশান গোপালপুরের স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন শেখ জামাল উদ্দিন, উজ্জ্বল সরকার, মোহাম্মদ আলী, অলিউল্লা পাটোয়ারী, আনোয়ার খান, নুরুল আমিন রাব্বি, মোল্লা হারুন মোল্লা প্রমুখ।

জানা যায়, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মজনুকে (৪৭) একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনে তিন রাউন্ড গুলিসহ ডিবি পুলিশ আটক করে। পরে শনিবার (২৩ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়। এসময় পুলিশের হাতে আটক মজনুর সহযোগী মো. সোহেল মণ্ডলকেও আদালতে সোপর্দ করে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।