ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ডেপুটি স্পিকারের আসন শূন্য ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
ডেপুটি স্পিকারের আসন শূন্য ঘোষণা মো. ফজলে রাব্বী মিয়া

ঢাকা: সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার গাইবান্ধা-৫ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। রোববার (২৪ জুলাই) সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছেন।

এতে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয়। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, এখন তাদের কাছে আসন শূন্য ঘোষণার গেজেট পৌঁছায়নি। গেজেট পেলে নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
ইইউডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।