ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে ৪ ক্লিনিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
শ্রীপুরে ৪ ক্লিনিককে জরিমানা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় চারটি ক্লিনিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অদক্ষ জনবল, মূল্য তালিকা না থাকা, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধে ক্লিনিক গুলোকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে লাইফ কেয়ার হাসপাতালকে ১৫ হাজার টাকা, নিউ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, জনসেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও মেডিকেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালগুলো মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত।  

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভুষণ দাস বাংলানিউজকে জানান, সাধারণ মানুষকে সঠিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২২৩৮, জুলাই ২২, ২০২২।  
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।